1. admin@newsnarayanganjbd.com : newsnarayanganj :
  2. robinnganj@gmail.com : newsnganj newsnganj : newsnganj newsnganj
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০, ১০:৩৬ অপরাহ্ন

‘সবাই বলেছিল ক্যারিয়ার শেষ হয়ে যাবে’

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫ জন সংবাদটি পড়েছেন
‘সবাই বলেছিল ক্যারিয়ার শেষ হয়ে যাবে’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সাইফ আলী খানের সঙ্গে বিয়ে, ছেলে তৈমুর আলী খানের জন্ম— সব বাধা অতিক্রম করে এখনো নিয়মিত সিনেমায় অভিনয় করছেন।

তবে জীবনের নানা সময়ে অনেক নেতিবচাক কথাও শুনতে হয়েছে তাকে। কিন্তু সকল চড়াই উৎরাই পার করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে কারিনা কাপুর বলেন, ভালোবাসা কোনো অপরাধ নয়। বিয়ের সিদ্ধান্ত নেয়ার সময় ভেবেছিলাম, আমি কারো সঙ্গে ভালোবাসার সম্পর্কে আছি, আমি বিবাহিত— এজন্য কেউ যদি আমার সঙ্গে কাজ করতে না চায়, না-ই করতে পারে। কিন্তু আমার যা খুশি করব। সবাই বলেছিল, ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম, হোক। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছি তাই করব এবং এই মানুষটির সঙ্গেই বাকি জীবন কাটাতে চাই। এখন পর্যন্ত আমার কাছে এটি সেরা সিদ্ধান্ত মনে হয়েছে।

ছেলের জন্মের পর কারিনার প্রথম সিনেমা বীরে ডি ওয়েডিং। এই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমার শুটিং করার কথা ছিল। কিন্তু ইন্সুরেন্স না হওয়ায় প্রযোজক শুটিং করতে পারেননি। প্রযোজক জানিয়েছিলেন, তারা আমাকে সহযোগিতা করবেন এবং চিত্রনাট্যে আমাকে অন্তঃসত্ত্বা দেখাবেন। কিন্তু পরবর্তী সময়ে জানান, ইন্সুরেন্স না পাওয়ায় শুটিং করতে পারছেন না। তাদের বলেছিলাম, আমাকে ছাড়াই সিনেমাটি চালিয়ে যেতে। তিনি একজন নারী প্রযোজক এবং তিনজন অভিনেত্রীকে নিয়ে সিনেমাটি তৈরি করার পরিকল্পনা করেন। নয় মাস পর আমরা শুটিং করি। শুটিংয়ে আমার ছেলে সঙ্গে ছিল। মুক্তির পর এটি ভালো ব্যবসা করে। মনে করি এটিও আমার সেরা সিদ্ধান্তগুলোর একটি।

কারিনার পরবর্তী সিনেমা গুড নিউজ। এতে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিলজিৎ দুসাঞ্জ, কিয়ারা আদভানি। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী।

সংবাদটি আপনার ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

এ বিভাগের আরও সংবাদ

সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ নারায়ণগঞ্জ বিডি ডট নেট
Customized By NewsSmart