1. admin@newsnarayanganjbd.com : newsnarayanganj :
  2. robinnganj@gmail.com : newsnganj newsnganj : newsnganj newsnganj
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৮ অপরাহ্ন

আমরা বীরের মত বাঁচতে চাই : মেয়র আইভী

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪ জন সংবাদটি পড়েছেন
আমরা বীরের মত বাঁচতে চাই : মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা বীরের মত বাঁচতে চাই। একইভাবে বাংলাদেশ যখন মাথা উচু করে দাঁড়াবে নারায়ণগঞ্জও পিছিয়ে থাকবে না। অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে শক্তি, সে শক্তি আপনাদের সঞ্চয় করতে হবে। মুখ বুঝে থাকা যাবে না। সঠিক সময় কথা বলতে হবে। যার ভিতরে দেশপ্রেম নাই তার ভিতরে ঈমান নাই।’
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নগরভবনে ১০০ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইউকেএইড, ইউএনডিপি ও নাসিকের যৌথ উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মেয়র আইভী বলেন, ‘দেশের একটি বড় অংশকে পেছনে রেখে কোন দেশ আগাতে পারে না। তাই নারী পুরুষকে সমান তালে এগিয়ে যেতে হবে। অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জের নারীরা অনেক বেশি সাবলম্বী বলে আমি মনে করি। তারা কাজ করতে পারে, কথা বলতে পারে। তারা সিদ্ধান্ত নিতে পারে। নারায়ণগঞ্জের নারীরা অনেক বেশি সাহসী।’
তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য নারীদের সাবলম্বী করে তোলা। প্রতি সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সর্বস্তরে নারীদের অবস্থান নিশ্চিত করেছেন। সামরিক বাহিনী, খেলাধুলা, চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে নারীরা ট্রেন, অ্যাম্বলেন্স, উবার ট্যাক্সি চালাচ্ছে। নারীরা কোথাও পিছিয়ে নেই।’
বক্তব্য শেষে ১০০ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় আরও উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এফএম এহতেশামুল হক, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, নাসিক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, প্রশিক্ষক রেহেনা প্রমুখ।

সংবাদটি আপনার ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

এ বিভাগের আরও সংবাদ